মেট্রোরেলের ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা (Metro Rail Ticket Price Chart) প্রকাশ করেছে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (DTCA)। বৃহস্পতিবার DTCA–এর এক বিজ্ঞপ্তিতে মেট্রোরেলের এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেতে কত টকা ভাড়া লাগবে তার তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রথমিক পর্যায়ে এ বছরের ডিসেম্বরের ১৮ তারিখ থেকে মেট্রোরেল চলাচল শুরু করবে, মেট্রোরেলের উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের সাতটি স্টেশন রয়েছে।
মেট্রোরেলের ভাড়ার তালিকা (Metro Rail Ticket Price Chart)
উত্তরা নর্থ স্টেশন (দিয়াবাড়ি) থেকে উত্তরা সেন্টার ও উত্তরা সাউথ স্টেশনের একই ভাড়া, ২০ টাকা। এ ছাড়া প্রথম স্টেশন (দিয়াবাড়ি) থেকে পল্লবী ও মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
পল্লবী থেকে মিরপুর-১১, মিরপুর-১০ ও কাজীপাড়া | ২০ টাকা |
পল্লবী থেকে শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশন | ৩০ টাকা |
মিরপুর-১০ নম্বর থেকে ফার্মগেট | ৩০ টাকা |
কারওয়ান বাজার স্টেশনে ভাড়া লাগবে | ৪০ টাকা |
মিরপুর–১০ স্টেশন থেকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় | ৫০ টাকা |
মিরপুর-১০ থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশন | ৬০ টাকা |
কমলাপুর স্টেশনে যেতে লাগবে বাড়তি ১০ টাকা অর্থাৎ | ৭০ টাকা |
মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা এবং মেট্রোরেলের প্রতি কিলোমিটারে ভাড়া পাঁচ টাকা (Metro Rail Vara Per Kilometer 5tk) নির্ধারণ করা হয়েছে।
ফার্মগেট স্টেশন থেকে মেট্রোরেলে উঠে কারওয়ান বাজারে নামলেও এক স্টেশন থেকে আরেক স্টেশনের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা দিতে হবে। তবে একই পরিমাণ ভাড়া দিয়েই যাওয়া যাবে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন পর্যন্ত। এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশন থেকে সচিবালয় ও মতিঝিল স্টেশনের ভাড়া ৩০ টাকা ও কমলাপুরের ভাড়া ৪০ টাকা।
অপরদিকে কমলাপুর মেট্রোরেল স্টেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন পর্যন্ত ভাড়া দিতে হবে ২০ টাকা। মাঝখানের দুই স্টেশন- অর্থাৎ মতিঝিল ও সচিবালয়ের ভাড়াও একই।
কমলাপুর স্টেশন থেকে শাহবাগ ও কারওয়ান বাজার | ৩০ টাকা |
ফার্মগেট | ৪০ টাকা |
বিজয় সরণি ও আগারগাঁও | ৫০ টাকা |
শেওড়াপাড়া | ৬০ টাকা |
কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন | ৭০ টাকা |
মিরপুর-১১ ও পল্লবী | ৮০ টাকা |
উত্তরা সাউথ স্টেশনের ভাড়া | ৯০ টাকা |
তবে স্মার্ট কার্ডের মাধ্যমে মেট্রোরেলের ভাড়া পরিশোধ করলে ১০% রেয়াত প্রদানের বিষয়ে ব্যবস্থা নেবে মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা Dhaka Mass Transit Company Limited (DMTCL)।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, মেট্রোরেলে যতায়াত করতে সাপ্তাহিক, মাসিক বা পারিবারিক কার্ড কিনতে হবে। মেট্রোরেলের প্রতিটি স্টেশনে থাকা মেশিনের মাধ্যমেও কার্ড রিচার্জ করা যাবে। এছাড়াও রয়েছে সাময়িক কার্ড, যা প্রতি যাত্রার জন্য যাত্রীদেরকে দেওয়া হবে।
মেট্রোরেল স্টেশন থেকে নির্দিষ্ট গন্তব্যের ভাড়া দিয়ে এ কার্ড সংগ্রহ করতে হবে। যার মাধ্যমে মেট্রোরেলের প্ল্যাটফর্মে প্রবেশ ও বাহির হতে হবে। কোন যাত্রী ভাড়ার অতিরিক্ত যাতায়াত করলে এ কার্ড দিয়ে ডোর ওপেন হবেনা। সে ক্ষেত্রে দায়িত্বরত কর্মকর্তাদের কাছে বাড়তি ভাড়া পরিশোধ করার মাধ্যমে বের হতে হবে।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, মেট্রোরেলে যাত্রী চলাচল শুরু হলে প্রতিদিন ভোরে দুই দিক থেকে মেট্রোরেল যাত্রা করবে। প্রাথমিক পর্যায়ে রাত ১২টা পর্যন্ত ট্রেন চলবে। প্রাথমিকভাবে ১০ মিনিট অন্তর অন্তর ট্রেন চলবে। পর্যায়ক্রমে সময়ের এই পার্থক্য কমে আসবে এবং চূড়ান্ত পর্যায়ে ৩ মিনিট পরপর মেট্রোরেল চলার কথা রয়েছে। শুরুতে মেট্রোরেলে প্রতিদিন ৪ লাখ ৮৩ হাজার যাত্রী যাতায়াত করতে পারবে বলে জানা গেছে।
এবছরের ডিসেম্বরের ১৮ তারিখ থেকে উত্তরা (দিয়াবাড়ি) থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চলবে। মেট্রোরেল প্রকল্প ২০২৪ সালের জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও তা বর্ধিত করা হয়েছে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত।
বর্তমানে ঢাকায় বাস ভাড়া সর্বনিম্ন ১০ টাকা। আর মহানগরে কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ৪৫ পয়সা। এই অবস্থায় মেট্রোরেলের বাড়তি ভাড়া নিয়ে জনসাধারণের মধ্যে আলোচনা-সমালোচনা রয়েছে।
Metro Rail Ticket Price List (DTCA) | মেট্রোরেলের ভাড়ার তালিকা (ডিটিসিএ)

Metro Rail Ticket Price List (DMTCL) | মেট্রোরেলের ভাড়ার তালিকা (ডিএমটিসিএল)

Metro Rail Ticket Price List (DTCA) PDF | মেট্রোরেলের ভাড়ার তালিকা পিডিএফ
Download Metro Rail Ticket Price Chart
Download Metro Rail Fare Chart